
Google Play Gift Card (US)
Important Note: এই Google Play Gift Card কেবলমাত্র US Play Store-এ রিডিম করা যাবে, তাই নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টের রিজিয়ন United States সেট করা আছে।
DESCRIPTION
কীভাবে Google Play Gift Card Redeem করবেন?
Google Play Gift Card রিডিম করতে হলে, আপনার Android ডিভাইসে Google Play Store অ্যাপ ওপেন করুন অথবা কম্পিউটারে play.google.com/redeem ওয়েবসাইটে যান। এরপর আপনার Profile Icon-এ ক্লিক করুন → Payments & subscriptions → Redeem code সিলেক্ট করুন। গেমস বঙ্গ থেকে প্রাপ্ত কোডটি পেস্ট করুন , তারপর Redeem এবং Confirm চাপুন। সাথে সাথে আপনার Google Play Account-এ ব্যালেন্স যোগ হবে।
👉 Android ডিভাইসে:
- Google Play Store অ্যাপ ওপেন করুন।
- উপরের ডান পাশে থাকা Profile Picture-এ ট্যাপ করুন।
- Payments & subscriptions সিলেক্ট করুন।
- Redeem code-এ ট্যাপ করুন।
- আপনার Gift Card এর কোড পেস্ট করুণ এবং Redeem চাপুন।
- কোন অ্যাকাউন্টে ব্যালেন্স যাবে তা রিভিউ করুন এবং Confirm চাপুন।
👉 কম্পিউটার বা অন্য ডিভাইসে:
- কম্পিউটার বা ব্রাউজার থেকে Google Play ওয়েবসাইটে যান।
- উপরের ডান পাশে থাকা Profile Icon-এ ক্লিক করুন।
- Payments & subscriptions-এ যান।
- Redeem code-এ ক্লিক করুন।
- কোড পেস্ট করুণ এবং Redeem চাপুন।
- কোন অ্যাকাউন্টে ব্যালেন্স যাবে তা রিভিউ করুন এবং Confirm ক্লিক করুন।
টিপস ও সতর্কতা (Tips & Warnings)
Region Lock:
Google Play Gift Card শুধুমাত্র সেই দেশ/অঞ্চলের Google Play অ্যাকাউন্টে কাজ করবে, যেই অঞ্চলের কার্ড আপনি কিনেছেন। যেমন – US Card শুধুমাত্র US Account-এ কাজ করবে।
কোড সঠিকভাবে দিন:
১৬ সংখ্যার কোড দেওয়ার সময় বানান বা স্পেস যেন ভুল না হয়, তা ভালোভাবে চেক করুন। সব চেয়ে ভালো হয় যদি আপনি কোড ম্যানুয়ালি না লিখে কপি পেস্ট করেন ।
একবার কিনলে আর ফেরতযোগ্য নয়:
Gift Card একবার কেনার পর ফেরত বা রিফান্ড নেওয়া যাবে না।
অ্যাকাউন্ট যাচাই করুন:
Redeem করার সময় অবশ্যই যাচাই করুন কোন Google Account-এ ব্যালেন্স যাচ্ছে। ভুল অ্যাকাউন্টে গেলে আর ট্রান্সফার সম্ভব নয়।
কোড কাজ না করলে কী করবেন:
প্রথমে কোড ঠিকভাবে টাইপ করেছেন কিনা দেখুন।
আপনার Google Play Region কার্ডের Region এর সাথে মেলে কিনা চেক করুন।
সমস্যা সমাধান না হলে আমাদের সাথে -এ যোগাযোগ করুন।
USER REVIEWS
Total reviews
0Avg Rating
0No reviews yet. Be the first one!